মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

সুনামগঞ্জে প্যানেল চেয়ারম্যানের ওপর হামলার আসামিদের গ্রেপ্তার দাবি 

সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জে প্যানেল চেয়ারম্যানের ওপর হামলার আসামিদের গ্রেপ্তার দাবি 

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের অনাস্থাপ্রাপ্ত চেয়ারম্যান আ.লীগ নেতা আমির হোসেন রেজা ও তার বাহিনী কর্তৃক প্যানেল চেয়ারম্যান খোরশিদ মিয়ার ওপর হামলার ঘটনায় আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৪ নভেম্বর) সুরমা ইউনিয়নের সচেতন নাগরিকদের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্ট এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য খসরু মিয়া, ইউপি সদস্য মুর্শেদ আলী, মহিলা ইউপি সদস্য মাজেদা আক্তার, শিক্ষক শামসুল আলম, ব্যবসায়ী ফজর আলী, আব্দুর রাজ্জাক, জামাল মিয়া  প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের অনাস্থাপ্রাপ্ত চেয়ারম্যান আমীর হোসেন রেজা স্বৈরাচার সরকারের দোসর। গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওই আ.লীগ নেতা ও তার দোসররা। 

এছাড়াও স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তার অত্যাচার ও অনিয়মে অতিষ্ঠ হয়ে উঠেন ইউনিয়নবাসী। প্যানেল চেয়ারম্যানের ওপর হামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার দাবি জানান তারা।

টিএইচ